অনলাইন কোর্স তৈরিতে ইউল্যাব-স্টার্টআপ ঢাকা সমঝোতা

যৌথ উদ্যোগে অনলাইন কোর্স তৈরির বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও স্টার্টআপ ঢাকা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 01:08 PM
Updated : 17 April 2018, 01:08 PM

সোমবার ধানমণ্ডির ইউল্যাব চ্যান্সেলারিতে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান ও স্টার্টআপ ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্যোক্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা তৈরির লক্ষ্যে স্টার্টআপ ঢাকা অনলাইন স্কুল বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

“এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফাইন্যান্স, এন্টারপ্রেনারশিপ, লিডারশিপ, আইসিটি বিষয়ে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের ভিডিও বক্তৃতা সবার জন্য তোলা হচ্ছে।”

ইউল্যাব শিক্ষকরাই মূলত এ কোর্সগুলো পরিচালনার সঙ্গে যুক্ত থাকবেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

অন্যদের মধ্যে ইউল্যাবের সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি (সিইএস) ও ইউল্যাব ইএমবিএ-এর পরিচালক সাজিত অমিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।