গার্হস্থ্য অর্থনীতি কলেজে ‘নিউট্রিশন ক্যাম্পেইন’

শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে ধারণা দিতে রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘নিউট্রিশন ক্যাম্পেইন’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 02:21 PM
Updated : 19 Sept 2017, 02:21 PM

মঙ্গলবার সকালে কলেজ অডিটোরিয়ামে নিউট্রিশন ক্লাব আয়োজিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন অধ্যক্ষ ফাতেমা সুরাইয়া।

ক্লাবের সভাপতি নওশিন আতিয়া জানান, দিনব্যাপী আয়োজনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক তথ্য দেওয়া হয়।

“উচ্চতা আনুযায়ী আদর্শ ওজন সম্পর্কে ধারণা, রক্তচাপ নির্ণয়, পুষ্টি অবস্থা নির্ণয় এবং খাদ্য ও পুষ্টি বিষয়ক নির্দেশিকা এতে অন্তর্ভূক্ত ছিল।”

নিজেদের পরিচালিত নিউট্রিশন ক্লাবের অধীনে কলেজের খাদ্য ও পুষ্টি বিভাগের শিক্ষার্থীরা এই ক্যাম্পেইনে অংশ নেন বলে জানান তিনি।

নওশিন আতিয়া বলেন, “খাদ্য ও পুষ্টি মানুষের সুস্বাস্থ্যের জন্য একটি অতি প্রয়োজনীয় বিষয়। কিন্তু এ বিষয়ে সঠিক জ্ঞানের অভাবে সুস্বাস্থ্য এখন অনেকটাই ওষুধনির্ভর। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পুষ্টি বিষয়ক জ্ঞান সবার জন্য সহজলভ্য করতে কাজ করছে।”

গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জেসমিন আরা রুমা অন্যদের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।