ঢাবি ‘চ’ ইউনিটের এমসিকিউ অংশের পরীক্ষা শেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের পরীক্ষা শেষ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2017, 07:22 AM
Updated : 16 Sept 2017, 07:23 AM

শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১১টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়।

‘চ’ ইউনিটে ১৩৫ আসনের ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৪৭২ জন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ৯৯ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যা লয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার অংশ নিয়েছে ২৯ হাজার ৩১১ জন। ছবি: আব্দুল মান্নান

বহুনির্বাচনী পরীক্ষার পর আগামী ২৩ সেপ্টেম্বর ইউনিটের অঙ্কন অংশের পরীক্ষা হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”