সিআইইউতে অবকাঠামো উন্নয়ন বিষয়ক কর্মশালা

বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘ফিন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ইস্যুজ’ শীর্ষক কর্মশালা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 04:38 PM
Updated : 20 August 2017, 04:38 PM
রোববার সিআইইউ’র জামালখান ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন অবকাঠামো খাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।

সাবেক বিদ্যুৎ সচিব এম ফজলুল কবির খান ছিলেন কর্মশালার প্রধান অতিথি।

তিনি বলেন, “বিদ্যুৎ খাতে যেভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী হয়ে এগিয়ে এসেছে, সেভাবে অন্যান্য খাতেও এগিয়ে আসতে হবে। তবেই একটা ভারসাম্যমূলক অর্থনীতি পাব আমরা।”

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম ট্যাক্স জিডিপি রেটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, জিডিপি গ্রোথ নিশ্চিত করতে শেয়ার বাজার চাঙ্গা করা এবং ব্যাংক ঋণ সহজলভ্য করতে হবে।

দেশের ধনী বিনিয়োগকারীদের ভিন্ন ভিন্ন খাতে বিনিয়োগে উৎসাহিত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

সিআইইউ উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী কর্মশালায় সভাপতিত্ব করেন।

এতে অন্যদের মধ্যে সিআইইউ’র ব্যবসায় অনুষদের উপদেষ্টা মোহাম্মদ আইয়ুব ইসলাম, ডিন অধ্যাপক নুরুল আবসার নাহিদ, প্রকৌশল অনুষদের ডিন মোহাম্মদ রেজাউল হক খান ও ইংরেজি বিভাগের সমন্বয়ক অধ্যাপক মোস্তাইন বিল্লাহ বক্তব্য দেন।