ঢাবি আন্তঃহল সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৪তম আন্তঃহল সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে; দিন শেষে পুরস্কারও বিতরণ করা হয়েছে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝেও।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 11:15 AM
Updated : 20 July 2017, 11:15 AM

.

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শারীরিক চর্চা কেন্দ্রের সুইমিং পুলে এ প্রতিযোগিতার পর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সাঁতার প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে অমর একুশে হল ও ছাত্রীদের শামসুন নাহার হল চ্যাম্পিয়ন হয়েছে। আর আনার-আপ হয়েছে জগন্নাথ হলের ছাত্ররা।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো কমিটির সভাপতি অধ্যাপক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ মো. রহমত উল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ এ জে এম শফিউল আলম ভূঁইয়া ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম কুমার সরকারসহ বিভিন্ন হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তারা।