ঢাবির ‘শহীদুল্লাহ হল’ এখন ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন করে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 12:17 PM
Updated : 17 June 2017, 12:17 PM

শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ২০১৭ সালের বার্ষিক সিনেট অধিবেশনে এই  সিদ্ধান্ত নেওয়া হয়।

.

অধিবেশনের ‘শহীদুল্লাহ হল’ নাম পরিবর্তনের বিষয়টি সিনেটে উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। পরে সিনেট সদস্যরা উপাচার্যের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করায় বিষয়টি চূড়ান্ত হয়।

সিনেট অধিবেশনে সিদ্ধান্তটি পাশ হওয়ায় পর উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, “ড. মুহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের একজন গুণীজন ছিলেন। কিন্তু এতদিন হলটির নাম ‘শহীদুল্লাহ হল’ ছিল, তাতে কোন শহীদুল্লাহর নামে এই হলের নামকরণ করা হয়েছে, সেটি স্পষ্ট নয়। তাই আজ ড. মুহাম্মদ শহীদুল্লাহ নামে পরিবর্তিত করে স্পষ্ট করা হল।”