ইউল্যাব-এটুআই সমঝোতা চুক্তি

গবেষণা ও তথ্য বিশ্লেষণমূলক কাজে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চুক্তিবদ্ধ হয়েছে বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, ইউল্যাব ও সরকারের একসেস টু ইনফরমেশন এটুআই প্রকল্প।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2017, 04:49 PM
Updated : 2 June 2017, 04:49 PM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় বলে ইউল্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, রিচার্স, ইভাল্যুশন, অ্যাসেসমেন্ট রিভিউ, কেইস স্ট্যাডিজ, জয়েন্ট ক্যাম্পেইন, প্রশিক্ষণসহ এ ধরনের কাজে পারিস্পরিক সহযোগিতা থাকবে। এসব কাজে ইউল্যাবের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা সহায়তা দেবেন।

ইউল্যাবের ভিসি অধ্যাপক এইচএম জহিরুল হক, এটুআই প্রকল্পের পরিচালক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা কবির বিন আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।