ঢাবিতে উচ্চতর গবেষণা প্রশিক্ষণ কোর্স সনদ বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ১৫ জন গবেষকের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 01:58 PM
Updated : 6 April 2017, 01:58 PM

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সিএআরএসএস ভবনে এক অনুষ্ঠানের এই সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে আট দিনব্যাপী কলা ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ‘উচ্চতর গবেষণা প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠিত হয়।

গত ২৮ মার্চ রিসার্চ প্যারাডিগ্রমস অ্যান্ড অ্যাডভান্স মেথডোলজি ইন আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্সেস শীর্ষক এই গবেষণা প্রশিক্ষণ শুরু হয়েছিল। এ প্রশিক্ষণ কোর্সে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষক ও এমফিল বা পিএইচডি গবেষণায় ১৫ তরুণ অংশ নেয়।

কেন্দ্রের পরিচালক অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে সনদপত্র প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।