ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্র ইউনিয়নের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে মিছিল-সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 01:34 PM
Updated : 9 March 2017, 01:34 PM

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে তাদের একটি মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ডাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়; পরে সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাস বলেন, “স্বৈরাচারের পতন ঘটিয়ে ডাকসু আনল গণতন্ত্র- অথচ গণতান্ত্রিক সরকার হরণ করল ডাকসুর মূলমন্ত্র এবং ফেরত পেল আমলাতন্ত্র।

“দীর্ঘ ২৬ বছর ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় সিনেটে ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণহীনতায় যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা ছাত্রস্বার্থ বিবর্জিত।”

শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, “ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিকতার চর্চা ও পথ দিনদিন রুদ্ধ হচ্ছে।”

ঢাকা বিশ্ববিদ্যালেয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে সহ-সভাপতি সাদ্দাম হোসেন দীপক ও সহ- সভাপতি শুভ মোদক উপস্থিত ছিলেন।