ঢাবিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩’ নামে পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 11:41 AM
Updated : 10 Feb 2017, 11:41 AM

শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই উৎসব শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এই প্রর্দশনী চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

উদ্বোধনীতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০০২ সালে থেকে প্রতিবছর বাংলা ভাষার চলচ্চিত্রের এই আসর আয়োজন করে আসছে তারা।

এবারের ১৬তম ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩’ এ প্রদর্শিত হতে যাচ্ছে দুই বাংলার ধ্রুপদী ও আধুনিক ঘরানার মোট ২০টি চলচ্চিত্র। প্রতিদিন চারটি সেশনে এই চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে। মাত্র ৩০ টাকা প্রদর্শনী মূল্যের বিনিময়ে চলচ্চিত্র দেখতে পারবেন।

সকাল ১০টায় প্রদর্শিত হয় সত্যজিৎ রায় পরিচালিত ‘জনঅরণ্য’, মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’, আজিজুর রহমান পরিচালিত ‘ছুটির ঘণ্টা’ এবং কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘সিনেমাওয়ালা’।

চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন বলেন, মঙ্গলবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে লেখক ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুহম্মদ খসরুকে আজীবন সম্মাননা দেওয়া হবে।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর পক্ষ থেকে ২০১৬ সালে নির্মিত শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’।