চুয়েটে শেষ হলো ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের সংগঠন চুয়েট ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘ট্যালেন্ট হান্ট-২০১৭’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2017, 03:42 PM
Updated : 4 Feb 2017, 03:42 PM

শনিবার বিকালে প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক ড. মোহা. মশিউল হক।

অনুষ্ঠানে ট্যালেন্ট হান্ট-২০১৭ আয়োজন সম্পর্কে চুয়েট ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, শিক্ষার্থীদের পেশাদারী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্যারিয়ার ক্লাব কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন।

“এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে আগ্রহ বাড়বে এবং তারা পেশাদারি বিষয়ে আরও দক্ষ হয়ে উঠবে।”

চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি দেলোয়ার জাহান সোহাগ বলেন, শিক্ষার্থীদের প্রতিভাকে শানিত করতে এবং চর্চার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের উপযোগি করতেই এ আয়োজন।

এর আগে ২ ফেব্রুয়ারি চুয়েটের পশ্চিম গ্যালারিতে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রথমবারের মত আয়োজিত এই ট্যালেন্ট হান্টে ৩ ও ৪ ফেব্রুয়ারি প্রাথমিক ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার মধ্যে ছিল পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেজেন্টেশন, প্রোগ্রামিং কনেটস্ট, কুইজ কম্পিটিশন, মেকানিকস অলিম্পিয়াড, অটোক্যাড ও সলিড ওয়ার্কস কম্পিটিশন, সার্কিট সলভিং এবং রুবিক্স কিউব সলভিং কম্পিটিশন।

সমাপনী দিন ‘ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।