জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের পুনর্মিলনী ৩ র্মাচ

‘এ পৃথিবী তোমার জন্য, স্বপ্ন রচিব, জীবন অনন্য’ স্লোগানে আগামী ৩ র্মাচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

জাবি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2017, 02:19 PM
Updated : 3 Feb 2017, 02:19 PM

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুনর্মিলনী প্রচার কমিটির আহ্বায়ক মকবুলে হুদা চৌধুরী।

তিনি জানান, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পুনর্মিলনী।

আগামী ২ মার্চ পুনর্মিলনীর উদ্বোধন, ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হবে। ৩ মার্চ মূল অনুষ্ঠান হবে। ওইদিন দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে শোভাযাত্রা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য বিনোদন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য ১ জানুয়ারি থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতোমধ্যে প্রায় ৯০০ জন নাম নিবন্ধন করেছেন।

রেজিস্ট্রেশনের জন্য পুনর্মিলনীর আহ্বায়ক মো. মেজবাহউদ্দিন (+৮৮০১৫৫২৩৫৮৮১৯), সদস্য সচিব খন্দকার হাসান মাহমুদ (+৮৮০১৮১৯৪২৩৬৬৮), ইমতিয়াজ-৭ম ব্যাচ (+৮৮০১৯১১১৭০৬৯৩), মাহমুদ-৩০তম ব্যাচ (+৮৮০১৮১৯৪২৩৬৬৮) এর সঙ্গে যোগাযোগ করা যাবে।