চট্টগ্রামে ইডিইউতে ওরিয়েন্টশন অনুষ্ঠিত

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) ‘স্প্রিং সেমিস্টারের’নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2017, 01:47 PM
Updated : 14 Jan 2017, 01:47 PM

শনিবার দুপুরে নগরীর প্রবর্তক মোড়ে ইডিইউর একাডেমিক ভবনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ইন্টারন্যশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) অধ্যাপক এম এম আবদুল কুদ্দুস বলেন, “আমাদের প্রচলিত উচ্চশিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট নির্ভর। সবার উদ্দেশ্য লেখাপড়া শেষ করে একটা চাকরি পাওয়া।

“অথচ মালয়েশিয়া, সিঙ্গাপুর বা কোরিয়ার চিত্র ভিন্ন। তারা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করছে। কারণ তাদের শিক্ষাব্যবস্থা সেভাবে একজন তরুণকে গড়ে তুলছে। সেসব দেশে ভালো জিপিএ পাওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করছে। আমাদের ভালো শিক্ষার্থীরা সামাজিক চাপে চাকরির গণ্ডিতে আটকা পড়ছে।”

তিনি আরও বলেন, “উন্নয়নশীল বেশিরভাগ দেশ তাদের মেধাবী তরুণদের কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। অথচ সেখান থেকে আমরা অনেক পিছিয়ে।”

অনুষ্ঠানে ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, “গুণগত শিক্ষা নিশ্চিতের মাধ্যমে আমরা এমন এক প্রজন্ম তৈরির চেষ্টা করছি যারা বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।”

ইডিইউর অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ রোসানগীর, ইডিইউর ট্রেজারার শামস-উদ-দোহা, পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) শাফায়েত চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া ও প্রক্টর শাহ আহমেদ রিপন।