আইইউবির ‘স্প্রিং সেমিস্টারের’ নবীনবরণ

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ‘স্প্রিং ২০১৭ সেমিস্টারের’ নবীনবরণ অনুষ্ঠিত হয়ে গেল ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2017, 01:33 PM
Updated : 14 Jan 2017, 01:33 PM

শনিবার অনুষ্ঠিত এ নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।

তিনি বিশ্ববিদ‌্যালয়ের সুযোগ-সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়ে পেশাগত জীবনে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি দায়িত্ববান ও ভালোমানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তার বক্তব‌্যে প্রাতিষ্ঠানিক নীতিমালা, নিরাপত্তা ও অনুসরণীয় বিষয় জানিয়ে নবাগত শিক্ষার্থীদের তা মেনে চলার অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন‌্যদের মধ‌্যে বক্তব্য দেন বাণিজ্য অনুষদের ডিন সারোয়ার উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অ‌্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন শাহরিয়ার খান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন আব্দুল খালেক, লিবারেল আর্টস অ‌্যান্ড সোশাল সায়েন্স অনুষদের ডিন মাহবুব আলম  প্রমুখ।