‘উন্নয়ন ফি'র পক্ষে-বিপক্ষে জাবিতে উন্মুক্ত আলোচনা

বিভাগ উন্নয়ন ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের আন্দোলনের মুখে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিতের প্রেক্ষাপটে এনিয়ে একটি উন্মুক্ত আলোচনা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‌্যালয়ে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2016, 08:41 AM
Updated : 10 Dec 2016, 08:46 AM

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর স্পির্কাস ফোরামের ‘বটতলার আড্ডা’ নামে এ উন্মুক্ত আলোচনা হবে শনিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল সংলগ্ন বটতলায়।

আয়োজকদের একজন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মওদুদ আহম্মেদ সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উন্নয়ন ফি থাকা উচিৎ কি অনুচিৎ- তা নিয়ে সমাধানে পৌঁছাতেই এ ভিন্নধর্মী আয়োজন। 

“নীতি নির্ধারক ও শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে ঐক্যমতে পৌঁছানোর লক্ষ‌্যে এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিতরা আলোচকদের প্রশ্নও করতে পারবেন।”

উন্মুক্ত আলোচনা স্পির্কাস ফোরামের ফেইসবুক পেইজেও সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান সুজন।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া তপন, শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কবিরুল বাশার আলোচক প্যানেলে থাকবেন বলে সুজন জানিয়েছেন।

শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করবেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান সান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক হেলাল অনিক, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ রাহাত।

প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো নির্ধারিত ভর্তি ফির বাইরে ‘বিভাগ উন্নয়ন ফি’র নামে ইচ্ছা মাফিক অতিরিক্ত অর্থ আদায় করে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে প্রগতিশীল ছাত্রজোটভূক্ত বাম ছাত্রসংগঠনগুলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়কে ‘সুনির্দিষ্ট নীতিমালা’ করারও দাবি জানিয়ে আসছে তারা।

কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রজোট। দাবি বাস্তবায়নে বুধবার ব্যাংক অবরোধ করে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম আটকে দেয় তারা।

এরপর প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার উদ্যোগ নেয় জাহাঙ্গীরনগর স্পির্কাস ফোরাম।