চট্টগ্রামে ইডিইউতে অর্থনীতি বিভাগ চালু

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) অর্থনীতি বিভাগ চালু করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 09:00 AM
Updated : 25 Oct 2016, 09:00 AM

ইডিইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধীনে অর্থনীতির বি এ অনার্স কোর্সের কার্যক্রম চলবে।

অর্থনীতি বিভাগের যাত্রা উপলক্ষে প্রবর্তক মোড়ে ইডিইউর একাডেমিক ভবনে সোমবার সেমিনারের আয়োজন করা হয়।

অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান বলেন, দেশের উন্নয়নে সরাসরি কাজ করার সুযোগ আছে একজন অর্থনীতিবিদের।

“এসব কারণে বর্তমান প্রজন্মের অন্যতম পছন্দ অর্থনীতি। আশা করি, বর্তমানের শিক্ষার্থীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে।”

অর্থনীতিবিদ জ্যোতিপ্রকাশ দত্ত বলেন, পৃথিবীর সব প্রভাবশালী প্রতিষ্ঠান অর্থনীতিবিদদের হাতে। বিশ্বব্যাংক, আইএমএফ কিংবা এশিয়ান উন্নয়ন ব্যাংক সব খানেই অগ্রাধিকার অর্থনীতিবিদের।

ইডিইউর ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে বিষয়টি দ্বারা বৈশ্বিক নেতৃত্ব পরিচালিত হয়ে আসছে তা অর্থনীতি। অর্থনীতির শিক্ষার্থীদের অধিকতর বিশ্লেষণী ক্ষমতার অধিকারী হতে হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ইডিইউর অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোশাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেকুল হাসান চৌধুরী ও ইডিইউ অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর অনন্যা নন্দী বক্তব্য রাখেন।