বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় অংশ নিলেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 07:10 AM
Updated : 22 Oct 2016, 01:42 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির পরীক্ষা শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ৯টা থেকে ১২টা প্রকৌশল অংশের পরীক্ষা এবং দুপুর ২টা থেকে ৪টা স্থাপত্য অংশের পরীক্ষা চলে।

এবছর এক হাজার ৩০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯ হাজার ১৫৭ জন শিক্ষার্থী।

উত্তীর্ণরা প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদে ভর্তির সুযোগ পাবেন।