শেকৃবিতে ভর্তির আবেদন ২৫ অক্টোবর শুরু

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তি আগামী ২৫ অক্টোবর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2016, 03:40 PM
Updated : 16 Oct 2016, 03:40 PM
২৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ২৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন বলে রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসএসসি এবং এইচএসসি মিলিয়ে জিপিএ-৭ প্রাপ্তরা এবার শেকৃবিতে ভর্তিতে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা হবে ৯ ডিসেম্বর।

শেকৃবি উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে রোববার কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে। ফরম পূরণের সময় প্রার্থীর একটি পাসপোর্ট আকারের রঙিন ছবি আপলোড করতে হবে।

শেকৃবির কৃষি অনুষদে ৩৫০ জন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ জন এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরীনারী মেডিসিন অনুষদে ৯০ জনকে ভর্তি করা হবে।

এছাড়া অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে ‘ফিসারিজ ও একোয়াকালচার’ অনুষদেও কিছু শিক্ষার্থী ভর্তি করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।