ঢাকা বিশ্ববিদ‌্যালয় শোক দিবস পালিত

একত্রিশ বছর আগে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের জগন্নাথ হলে ছাদ ধসে নিহতদের স্মরণে নানা আয়োজনে পালিত হলো বিশ্ববিদ্যালয়ের শোক দিবস।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2016, 08:13 AM
Updated : 15 Oct 2016, 08:13 AM

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে উপাচার‌্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোক শোভাযাত্রা বের করেন ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

শোভাযাত্রা জগন্নাথ হলের ‘অক্টোবর স্মৃতি স্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধা জকানানোর মাধ্যমে শেষ হয়। পরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি নিরবতা পালন করা হয়।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবন ও হলে কালো পতাকা উত্তালন করা হয়।

সকাল ৮টায় দিবসটি উপলক্ষে জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি টেলিভিশন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “১৫ অক্টবরের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের ব্যথিত ও শোকাভিভূত করে।”

বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলোর সংস্কার কাজ চলছে, সেগুলোর কাজ ভালো হচ্ছে কি না তার খোঁজ নিতে সবাইকে পরামর্শ দেন তিনি।

“সংস্কার কাজ যাতে ভালো হয় এটা তদারকির দায়িত্ব আমাদের সবার। নিজে দায়িত্বে দেখভাল করতে হবে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার‌্য (প্রশাসন) মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদউদ্দিন আহমেদ, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার ও জগন্নাথ হল শোক দিবস পালন কমিটির আহ্বায়ক সন্তোষ কুমার দেব।  

শোক দিবস উপলক্ষে বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদসহ সব হলে দোয়া হবে।

সন্ধ্যায় জগন্নাথ হল উপাসনালয়ে অক্টোবর দুর্ঘটনা স্মরণে শোক সঙ্গীত, আবৃত্তি ও ভক্তিমূলক গানের অনুষ্ঠান হবে।