পদ্মায় ডুবে যাওয়া ছাত্রদের স্মরণে ঢাবিতে সভা

ঢাকার দোহারে পদ্মার পানিতে ডুবে মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ওই দুই ছাত্রের জন‌্য শোকসভা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2016, 01:49 PM
Updated : 29 Sept 2016, 01:49 PM

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মোজাফ্ফর চৌধুরী অডিটরিয়ামে অর্থনীতি বিভাগ আয়োজিত এই শোকসভা অনুষ্ঠিত হয়।

অর্থনীতি বিভাগের ব্যানারে আবরার নির্ঝর ও আহমেদ হাসান এর অকাল মৃত‌্যুতে ওই শোক সভার আয়োজন করা হয়।

.

গত ৬ সেপ্টেম্বর আবরার নির্ঝর ও আহমেদ হাসানেরসহ অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ১৪ জন ছাত্র দোহারে পদ্মা নদীতে ঘুরতে যায়। নদীতে নামার পর এই দুজন ডুবে যান।

শোক সভায় বিভাগের ছাত্রদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদউদ্দিন আহমদ বলেন, “অনুমতি ব্যাতীত ক্যাম্পাসের বাইরে কেউ ঘুরতে যাবে না।”

ওই শোক সভায় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাজমা বেগম, নির্ঝর ও আহমেদ হাসানের বাবা-মাসহ বিভাগের শিক্ষক ও ওই দুই ছাত্রের সহপাঠীরা।