জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন হল নির্মাণ শুরু জানুয়ারিতে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে একটি শিল্পগোষ্ঠীর সহায়তায় আগামী জানুয়ারিতে কেরাণীগঞ্জে নতুন হল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 05:35 AM
Updated : 30 August 2016, 07:07 AM

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে এক হাজার ছাত্রের জন্য এই হল নির্মাণে থার্মেক্স গ্রুপের সঙ্গে ঈদের পর আনুষ্ঠানিক চুক্তি হবে বলে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত সপ্তাহে উপাচার্য মীজানুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত কেরাণীগঞ্জে ১০ তলা হলের নির্মাণকাজে গতি বাড়ার কথা জানিয়েছিলেন।

কলেজ থেকে বিশ্ববিদ‌্যালয়ে রূপান্তরিত হওয়ার পর গত সাত বছর ধরে হলের দাবি জানিয়ে এলেও তা পায়নি পুরান ঢাকার এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এর মধ্যে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার পর ওই স্থানটি হলের জন‌্য চেয়ে রাজপথে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয় বেশ কয়েকবার।

শিক্ষার্থীদের এ আন্দোলনের মধ্যেই সোমবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও থার্মেক্স গ্রুপের মধ্যে হল নির্মাণ নিয়ে বৈঠক হয়।

উপাচার‌্য ড. মীজানুর রহমান ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান কাদির মোল্লাসহ দুই পক্ষের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি নরসিংদী থেকে ক্লাস করতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বাস দিয়েছে থার্মেক্স গ্রুপ।

ওই বাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান বলেছিলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জমি দিতে পারলে তিনি ছেলে ও মেয়েদের জন্য দুটি হল নির্মাণ করে দেবেন।

সেই প্রতিশ্রুতির সূত্র ধরেই সোমবারের বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।