বুয়েটে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

গুলশান ও শোলাকিয়াসহ সারা দেশে একের পর পর জঙ্গি হামলার প্রতিবাদে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2016, 01:30 PM
Updated : 25 July 2016, 01:30 PM

সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বুয়েট শহীদ মিনারে জঙ্গিবাদবিরোধী এ মানববন্ধন আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বুয়েট ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে জঙ্গিদের ‘দেশ ও জাতির শত্রু’ আখ্যায়িত করে তাদের প্রতিহত করা আহ্বান জানান বুয়েট বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান।

গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে অধ্যাপক মিজান বলেন, “রোজার মাসে গুলাশানে এবং শোলাকিয়ার ঈদ জামাতে হামলা করে জঙ্গিরা, এতে আমরা মর্মাহত।

“বাংলাদেশ একটি ধর্ম-সহনীয় অসাম্প্রদায়িকা দেশ। যারা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করছে তারা দেশ, জাতি ও রাষ্ট্রের শত্রু। এদের নিশ্চিহ্ন করতে হবে।”

জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ও তাদের মদদদাতাদের শাস্তি আওতায় এনে মূলোৎপাটন করার দাবি জানান এই শিক্ষক।