বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে দাবি

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা সংসদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2016, 12:54 PM
Updated : 21 July 2016, 12:54 PM

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র সংসদ নির্বাচনসহ চার দফা দাবি জানান ছাত্র ফ্রন্টের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা সংসদের সভাপতি ইন্দ্রানীল দেবনাথ।

অন্য দাবিগুলো হল- দেশের আর্থ সামাজিক অবস্থার ভিত্তিতে টিউশন ফি নির্ধারণে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন; বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সভা, সেমিনার আয়োজন করা।

ছাত্র ফ্রন্ট নেতা ইন্দ্রানীল দেবনাথ বলেন, উচ্চ টিউশন ফির শিকার শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশ এবং দেশীয় ইতিহাস- ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় জঙ্গিবাদের টার্গেটে পরিণত হয়েছে একদল শিক্ষার্থী। তাই এর দায় বিশ্ববিদ্যালয়গুলোকেই নিতে হবে।

এসব দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন থেকে আগামী ৩০ জুলাই শাহবাগে ছাত্র সমাবেশ করার ঘোষণা দেয় ছাত্র সংগঠনটি।

এসময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রুন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা সংসদের সাধারণ সম্পাদক তোষণ দে উপস্থিত ছিলেন।