সরকারি পলিটেকনিকে ভর্তির ফল প্রকাশ

দেশের ১১৪টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অনলাইনে শিক্ষার্থী ভর্তির ফল প্রকাশ করা হয়েছে।

নিজস্ব প্রতিদেবকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 07:27 AM
Updated : 26 June 2016, 07:27 AM

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অনলাইনে দুইজন শিক্ষার্থীর ফল দেখে এই ফল প্রকাশ করেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.techedu.gov.bd ফল পাওয়া যাবে।

সরকারি পলিটেকনিকগুলোতে মূল মেধাতালিকা থেকে রোববারই ভর্তি কার্যক্রম শুরু হবে, চলবে ৩০ জুন পর্যন্ত। ক্লাস শুরু হবে ১৬ অগাস্ট।

মন্ত্রী জানান, একাধিক ধাপে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে। এসব তালিকা থেকে ২-২৪ জুলাই শিক্ষার্থী ভর্তি করা হবে।

এবার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ৬৪টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ভিটিটিআই) দুই শিফটে মোট ৫৭ হাজার ৭৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। আবেদন করেছে ১ লাখ ৬৫ হাজার ১৭৭ জন।

প্রথম শিফটের ৩২ হাজার ৩৪০টি আসনের বিপরীতে ৯৯ হাজার ৭১৮টি এবং দ্বিতীয় শিফটের ২৫ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ৬৫ হাজার ৪৫৯টি আবেদন জমা হয়।

গত বছর দুই শিফটে ৩১ হাজার ৫৬০টি আসন থাকলেও এবার ২৬ হাজার ২২০টি আসন বাড়ানো হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন নেওয়া হবে, ফল প্রকাশ করা হবে ১ জুলাই।

মাধ্যমিক উত্তীর্ণ ৬ লাখ ৫ হাজার ৬০৬ শিক্ষার্থী দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন কারিগিরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ২০২০ সালের মধ্যে কারিগরিতে মোট শিক্ষার্থীর ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করা হবে।

বর্তমানে ১৪ শতাংশ শিক্ষার্থী কারিগরি প্রতিষ্ঠানে পড়াশোনা করছে জানিয়ে নাহিদ বলেন, “আমরা দৃঢ়ভাবে আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাব।”

তিনি জানান, এবার কারিগরিতে আবেদনকারীদের মধ্যে ১১ হাজার ১৯৪ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষা সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারিগরি) অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।