ঢাবিতে ‘ভিজুয়াল অ্যান্ড মিডিয়া অ্যানথ্রোপলজি উইক’ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভিজুলয়াল অ্যান্ড মিডিয়া অ্যানথ্রোপলজি উইক-২০১৬।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2016, 11:14 AM
Updated : 16 May 2016, 11:14 AM

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।নৃবিজ্ঞান বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানটির সহ-আয়োজক ভিজুয়াল অ্যানথ্রোপলজি ক্লাব ও ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি।

.

উদ্বোধনী অনুষ্ঠানে নৃ-বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন হাসান আল শাফীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তিন দিনের আয়োজনের মধ্যে রয়েছে আলোকচিত্র প্রতিযোগিতা, প্রদর্শনী, কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রথমদিন দুটি ক্যাটাগরিতে টিএসসিতে চলছে আলোকচিত্র প্রতিযোগিতা। ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার’, ‘কনজ্যুমার কালচার’ এবং ‘হিউম্যান রাইটস’ এই তিনটি থিমের ওপর এতে অংশ নিয়েছেন প্রতিযোগীরা।

‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে বিজয়ীরা পাবেন সাত হাজার টাকা ও সনদ। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন পাঁচ ও তিন হাজার টাকা।

একই সময়ে টিএসসির বারান্দায় চলছে আলোকচিত্র প্রদর্শনী।

এছাড়া টিএসসির মুনির চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে ভিজ্যুয়াল অ্যান্ড মিডিয়া অ্যানথ্রোপলজির ওপর কর্মশালা।

১৮ মে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে এই আয়োজন শেষ হবে।