সিআইইউ’র নতুন উপাচার্য মাহফুজুল হক

বেসরকারি ‘চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র (সিআইইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2016, 01:11 PM
Updated : 15 May 2016, 01:41 PM

রোববার বিশ্ববিদ্যায়টির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো জানানো হয়, মাহফুজুল হক চৌধুরী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে বিএ (সম্মান) ও ১৯৭৮ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯৭৯ সালে একই বিভাগে তার শিক্ষকতা শুরু। ১৯৯২ সালে মাহফুজুল হক যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, ২০০০ সালে একই দেশের সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়, ২০১৩ সালের ডিউক বিশ্ববিদ্যালয় ও ২০০৬ সালের জাপানের টোকিও বিশ্ববিদ্যায় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।

তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।