চট্টগ্রামে চুলার আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2016, 02:26 PM
Updated : 30 April 2016, 03:26 PM

নিহত ফেন্সি আক্তার (১৯) চন্দনাইশের বাংলাবাজার এলাকার মো. রুবেলের স্ত্রী।

শনিবার বিকাল ৫টার দিকে বাড়ির সিলিন্ডার চালিত গ্যাসের চুলায় দগ্ধ হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ।

হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে ফেন্সির শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসধীন অবস্থায় আধা ঘন্টার মধ্যে ফেন্সি মারা যান বলে জানান তিনি।

বাড়িতে সিলিন্ডার চালিত গ্যাসের চুলায় চা বানাতে গেলে ওই গৃহবধূ অগ্নিদগ্ধ হন বলে তার স্বজনরা জানিয়েছেন।

ফেন্সির খালাতো ভাই মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে শ্বশুরবাড়ির লোকদের জন্য চা বানাতে রান্না ঘরে যান ফেন্সি।

এসময় অসাবধনতাবশত চুলার সুইচ অন করার পর দিয়াশালাই খুঁজে নিয়ে আগুন ধরাতে গেলে ওড়নাতে আগুন লেগে যায়।