বিএসএমএমইউ’র নতুন উপ-উপাচার্য অধ্যাপক জাকারিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক এএসএম জাকারিয়াকে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2016, 06:07 PM
Updated : 21 April 2016, 06:09 PM
আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়ে বৃহ্স্পতিবার এক প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

চর্ম ও যৌনরোগের এই অধ্যাপক আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাচিপ এর যুগ্ম সাধারণ সম্পাদক।

অধ্যাপক জাকারিয়া এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের মার্চে সরকার উপাচার্য হিসেবে অধ্যাপক কামরুল হাসান খানকে নিয়োগ দেওয়ার পর ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেছিলেন তিনি।

১৯৮৮ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এই চিকিৎসক।