জগন্নাথের ‘বি’ ও ‘ই’ ইউনিটের ষষ্ঠ মেধা তালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে ‘বি’ ও ‘ই’ ইউনিটের বিষয় ভিত্তিক ষষ্ঠ মনোনয়ন তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 12:39 PM
Updated : 10 Feb 2016, 12:39 PM
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কলা অনুষদের অধীন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মানবিক শাখার মেধাক্রম ১৫২৮ থেকে ১৮৭৭ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ৪৫৪ থেকে ৫০০ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ২৫৩ থেকে ২৭৯ পর্যন্ত মেধাক্রমধারীদর মধ্যে নির্বাচিত প্রার্থীরা ষষ্ঠ মেধা তালিকায় মনোনীত হয়েছেন।

এছাড়াও ‘ই’ ইউনিটের সংগীত বিভাগের ৬১ থেকে ৬৩ মেধাক্রমধারীদর মধ্যে নির্বাচিত প্রার্থীরা ষষ্ঠ মেধা তালিকায় মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘বি’ ও ‘ই’ ইউনিটর ষষ্ঠ মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এছাড়াও ‘বি’ ইউনিটের ষষ্ঠ মেধা তালিকার পাশাপাশি পঞ্চম বিষয় পরিবর্তন তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে jnu.ac.bd -এ পাওয়া যাবে।