জগন্নাথের ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ বিভাগের মেধাতালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন চালু হওয়া ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ বিভাগে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে; এজন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে একটি মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 12:39 PM
Updated : 8 Feb 2016, 12:39 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসন খালি থাকা সাপেক্ষে ‘ডি’ ইউনিটের বিজ্ঞান শাখা থেকে অপেক্ষমান তালিকার ১৩ থেকে ২৪ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় অপেক্ষমান তালিকার ৬০ থেকে ৭৮ পর্যন্ত মেধাক্রমে থাকা প্রার্থীরা ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মনোনীতদের ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় ভর্তির জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে উপস্থিত থাকতে হবে।

এদিকে ‘ডি’ ইউনিটের বিষয়ভিত্তিক অষ্টম মনোনয়ন তালিকাও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‘ডি’ ইউনিটের মানবিক শাখার অপেক্ষমান মেধাক্রম ৩৬০ থেকে ৪৯৮ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ২৮৪ এবং বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ১২৮ এবং অপেক্ষমান মেধাক্রম ৩৯ থেকে ৫৫ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

মনোনীতদের আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jnu.ac.bd -তে পাওয়া যাবে।