ঢাবিতে নতুন বিভাগ ‘মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং’ নামের একটি নতুন বিভাগের যাত্রা শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2016, 09:20 AM
Updated : 1 Feb 2016, 09:20 AM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে নতুন বিভাগের কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম ও নতুন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবুসহ বিভাগের শিক্ষার্থীরা।

উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, “বর্তমান বিশ্বমানের শিক্ষার জন্য মেকাট্রনিক্স বিভাগটি চালু করা হয়েছে। এই বিভাগের শিক্ষার্থীদের রোবটিক্স বিষয় পড়ানো হবে। প্রথমদিকে হয়তো সব ধরনের সুযোগ সুবিধা পাবে না, তবে ‍শিক্ষার্থীদেরকে বিশ্বমানের মৌলিক বিষয়ে পাঠদান করা হবে।”

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু জানান, এবারই প্রথম এই বিভাগে সম্মান শ্রেণিতে ১৬ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। তবে বিভাগে ২০টি আসন আছে।