জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2015, 11:44 AM
Updated : 12 Nov 2015, 11:44 AM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন লাখ ২০ হাজার ৯৫৩টি আসনের বিপরীতে দুই লাখ ২৫ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী এ তালিকায় স্থান পেয়েছেন।

তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২২ নভেম্বরের মধ্যে ভর্তি ফরম ডাউনলোড করে ২৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৫৭টি কলেজে ভর্তি হওয়ার আবেদন করেছেন পাঁচ লাখ ৪২ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। এবারই প্রথম বারের মতো এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো মোবাইল থেকে nu লিখে স্পেস দিয়ে athn লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস পাঠিয়ে মেধা তালিকার ফল পাওয়া যাবে।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd) থেকেও ফল জানা যাবে।

নতুন শিক্ষাবর্ষে আগামী ১ ডিসেম্বর ক্লাস শুরু হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।