চবিতে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে গিয়ে সংঘর্ষে ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে সংঘর্ষ জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2015, 06:37 AM
Updated : 2 Nov 2015, 07:59 AM

সোমবার দুপুরের আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শাহজালাল ও শাহ আমানত হলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে বলে প্রক্টর আলী আজগর চৌধুরী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ছাত্রলীগের দুই পক্ষে ঝামেলা হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।”

সংঘর্ষের মধ্যে হাটহাজারী থানার ওসি ইসমাইলসহ দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আজিজ আহমেদ।

ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার সকালে ‘জি’ ইউনিটের (ইঞ্জিনিয়ারিং অনুষদ) পরীক্ষা হয়, যাতে ১২৮টি আসনের বিপরীতে ২৩ হাজার ৪৫৭ জন আবেদন করেন।

আর বিকালে ‘আই’ ইউনিটের (ইন্সটিটিউট অব মেরিন অ্যান্ড ফিশারিজ) পরীক্ষায় ১১১টি আসনের বিপরীতে চার হাজার ৯২৫ জন অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপুর অনুসারী ‘সিক্সটি নাইন’ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী ‘সিএফসি’ নামের দুই গ্রুপের কর্মীরা পরীক্ষা শুরুর আগে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে মিছিল করার সময় হাতাহাতিতে জড়ায়।

এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক।

এরপর সভাপতির অনুসারীরা শাহজালাল হল এবং সাধারণ সম্পাদকের অনুসারীরা শাহ আমানত হলে অবস্থান নেয়। বেলা সোয়া ১১টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পুলিশ লাঠিপেটার পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আজিজ আহমেদ জানান।

তিনি জানান, সভাপতির অনুসারীরা হল ছেড়ে রেল স্টেশনে এবং সাধারণ সম্পাদক অনুসারীরা শাহ আমানত হলে অবস্থান করছেন। তাদের মধ্যে উত্তেজনা চলছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।