জাহাঙ্গীরনগরে নবীনদের বরণ ছাত্র ইউনিয়নের

‘জাকসু মোদের অধিকার, পূর্ণাঙ্গ হোক গ্রন্থাগার’- স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের (৪৪ তম আবর্তন) শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ছাত্র ইউনিয়ন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2015, 05:46 PM
Updated : 25 August 2015, 05:46 PM

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা ও প্রতিবাদী গানের মধ্য দিয়ে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী, সংগঠনটির বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি সৈকত শুভ্র আইচ মনন, কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি হাসান তারেক।

আলোচনায় জাকসুর সাবেক সাহিত্য সম্পাদক অধ্যাপক মানস বলেন, “গণতন্ত্র পাহারাদারিত্ব ছাড়া সুরক্ষিত নয়। সেটা নির্বাচন অনুষ্ঠিত হলেও নয়, না হলেও নয়। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ যদি কার্যকর না হয়, তাহলে বৃহত্তর পর্যায়ে গণতন্ত্রের চিন্তাভাবনা করা ভুল হবে।”

হাসান তারেক বলেন, “আমাদের শিক্ষার সঙ্কট দূর করতে হলে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার বাস্তবায়ন আগে করতে হবে। আর সেই আকাঙ্ক্ষার উদ্দেশ্য হল দখলদারিত্ব ও খবরদারিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।”

জাকসু নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান এই ছাত্রনেতা।

আলোচনা অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেঘদল, মাদল, সিনা হাসান ও সায়েম জয়ের ব্যান্ড দলের শিল্পীরা গান গেয়ে শোনান।