জগন্নাথে ভর্তি: ২৯ অগাস্ট থেকে আবেদন গ্রহণ

ভর্তির জন্য আবেদনপত্র চেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2015, 11:54 AM
Updated : 18 August 2015, 11:54 AM

আগামী ২৯ অগাস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস পাঠিয়ে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “৯ অক্টোবর ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ), ১৬ অক্টোবর ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ), ৩০ অক্টোবর ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ৬ নভেম্বর ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) এবং ১৩ নভেম্বর ‘ই’ ইউনিটের (ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

প্রতিটি ইউনিটের পরীক্ষা হবে নির্ধারিত দিনে বিকাল ৩টায়।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd)।