ভ্যাট বাতিলে কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

মূল্য সংযোজন কর বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2015, 11:23 AM
Updated : 12 August 2015, 12:10 PM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ‘নো ভ্যাট অন এডুকেশন’ এর অন্যতম সমন্বয়ক জাহিদ গগণ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে আমরা অবস্থান করবো। সে লক্ষ্যে বেলা ১১টায় শাহবাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্দেশে যাত্রা শুরু করবো।”

শিক্ষার্থীসহ দেশের সকল পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের উপস্থিতি নিশ্চিত করে আন্দোলন আরও বেগবান করবেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভর্সিটির শিক্ষার্থী ফারুক আহমাদ, ইউল্যাবের ফারহান হাবিব, জাহিন ফারুক ও ইস্ট-ওয়েস্ট ইউনির্ভাসিটির সালাউদ্দিন মিঠু প্রমুখ।