অগাস্টে বেসিস-গ্রামীণফোনের ‘ইন্টারনেট উইক’

ইন্টারনেট সেবার প্রচার ও সবার কাছে এর সুফল তুলে ধরতে সারাদেশে যৌথভাবে সপ্তাহব্যাপী মেলার আয়োজন করছে গ্রামীণফোন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বেসিস)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 06:39 PM
Updated : 7 July 2015, 06:39 PM

মঙ্গলবার এনিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

বেসিসের নির্বাহী পরিচালক সামী আহমেদ ও গ্রামীণফোনের প্রধান ক্রয় কর্মকর্তা আসিফ মোহাম্মদ তৌহিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ থেকে ৩০ অগাস্ট দেশের তিনটি বিভাগীয় শহরে বড় প্রদর্শনী ও ৪৮৭টি উপজেলায় একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আয়োজিত হবে এই উৎসব। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্যাম্পেইন করা হবে।

উৎসবে ই-কমার্স, ওয়েবপোর্টাল, মোবাইল অ্যাপ্লিকেশন ও সারাদেশের স্থানীয় মোবাইলভিত্তিক উদ্যোগ সারা সপ্তাহজুড়ে প্রচার করা হবে বলে জানান আয়োজকরা।

দেশের তিনটি বিভাগে ইন্টারনেট মেলার বাইরেও বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং দেশের গনমাধ্যমগুলোতে পলিসি বৈঠকের আয়োজন করা হবে।

ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো বেসিসের সঙ্গে যোগাযোগ করে এই উৎসবে সম্পৃক্ত হতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।