রবির নতুন পোস্টপেইড ‘একুইজিশন প্যাক’ 

নতুন পোস্টপেইড ‘একুইজিশন প্যাক’ চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 01:36 PM
Updated : 7 July 2015, 01:36 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপারেটরটি জানায়, নতুন এই পোস্টপেইড প্যাকটির সাথে ফ্রি কানেকশন পাবেন গ্রাহকরা। কিন্তু সিকিউরিটি ডিপোজিট হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে, যা ফেরতযোগ্য।

অফারের অংশ হিসাবে গ্রাহকরা ৫০০ টাকা মূল্যমানের সেবা উপভোগ করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গ্রাহকরা ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাক্টিভেশন বোনাস হিসাবে এক মাস মেয়াদে ৫০০ মেগাবাইট ডাটা, ৫০০টি এসএমএস ও ৫০০টি এমএসএস পাবেন বলে জানায় মোবাইল আপারেটর কোম্পানিটি।

এছাড়া বিনামূল্যে তিন মাস মেয়াদী ডেইলি নিউজ এলার্ট ও কল ব্যাক সার্ভিস গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

এছাড়া গ্রাহকরা দিন-রাত ২৪ ঘন্টা যে কোন অপারেটরে প্রতি ১০ সেকেন্ডে ১০ পয়সা, যে কোন স্থানীয় অপারেটরে প্রতি এসএমএস ৩৫ পয়সা ও প্রতি মেগাবাইট ইন্টারনেট ৫০ পয়সা হিসাবে ব্যবহার করতে পারবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এই প্যাকে কোন লাইন রেন্ট নেই বলে জানায় রবি। 

এছাড়া প্রতি মাসে কী পরিমাণে মোবাইল ফোন সেবা গ্রহণ করছেন এর ওপর ভিত্তি করে বোনাস পাবেন গ্রাহকরা।

নতুন পোস্টপেইড গ্রাহকরা সরাসরি রবির লয়েল্টি প্রোগ্রামের সদস্য হয়ে যাবেন এবং রবি সেবায় থাকা সাপেক্ষে গ্রাহকরা শেষের ছয়টি ডিজিট নিজের ইচ্ছামত নেয়ার সুযোগ পাবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।