এ বছরই আন্তর্জাতিক আকাশে আসছে ইউএস-বাংলা

চলতি বছরের মধ্যে আন্তর্জাতিক আকাশে পাখা মেলার পরিকল্পনার কথা জানিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 04:30 AM
Updated : 6 July 2015, 04:30 AM

রোববার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ কথা জানান।

তিনি বলেন, “চলতি বছরের মধ্যে আমাদের নেপাল, ভুটান, কলকাতা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংককসহ অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।”

এই লক্ষ্য সামনে রেখে ইউএস-বাংলার বহরে একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

অভ্যন্তরীণ দুটি গন্তব্যে ফ্লাইট চালু উপলক্ষে ইউএস-বাংলার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।

আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী ১০ জুলাই থেকে ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে চারটি এবং ১১ জুলাই থেকে ঢাকা-রাজশাহী রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা থেকে বরিশাল এবং ৪টা ২০ মিনিটে বরিশাল থেকে ঢাকার ফ্লাইট উড়বে।

আর শনি, সোম ও বুধবার বিকাল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে রাজশাহী এবং ৪টা ১০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার ফ্লাইট ছেড়ে আসবে।

দুই গন্তব্যে সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ২শ টাকা বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।