মাহিন্দ্রা কমভিভা ও পোর এসসিএসের মধ্যে চুক্তি সই

মোবিলিটি সল্যুশনস প্রদানকারী প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভা ও ফ্রান্সের প্রযুক্তি প্রতিষ্ঠান পোল এসসিএসের মধ্যে একটি কৌশলগত চুক্তি সই হয়েছে।

নিজস্ব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 04:47 PM
Updated : 5 July 2015, 04:47 PM

হোস্ট কার্ড ইম্যুলেশন সংক্রান্ত উদ্ভাবনী সল্যুশনসের উন্নয়নে চুক্তিটি সই হয়।

মাহিন্দ্রা কমভিভার ইউরোপীয় অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার স্টিভ সামারস বলেন,“ উদ্ভাবনের জন্য সুবিধাজনক পরিবেশ গড়ে তোলাই মাহিন্দ্রা কমভিভার মূল লক্ষ্য। আমাদের ইউরোপীয় ও বৈশ্বিক ব্যবসা কৌশলের ক্ষেত্রে এই চুক্তিটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

হোস্ট কার্ড ইমুলেশন ও নেয়ার ফিল্ড কমিউনিকেশনের মত প্রযুক্তি গ্রাহকদের নমনীয়তা, নিরাপত্তা ও ব্যায় সাশ্রয় সুবিধা প্রদান করে বলে জানান তিনি।

এ ধরনের প্রযুক্তি মোবাইল পেমেন্ট সিস্টেমের উন্নতি ও প্রবৃদ্ধিতেও সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।