পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 10:50 AM
Updated : 5 July 2015, 10:50 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৬ পয়েন্ট হয়।

লেনদেন আগের দিনের চেয়ে ৩৬ কোটি ৩৯ লাখ টাকা কমে ৪৬৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হল- লাফার্জ সুরমা, অলিম্পিক এক্সেসরিজ, বেক্সিমকো, এসআই ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন ।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ১৩২ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৫৯ পয়েন্টে নামে।

হাতবদল হয় প্রায় ৪২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম।

এ বাজারে লেনদেন থাকা ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৬৩টির এবং ৩১টির দাম অপরিবর্তিত।