যমুনায় ‘টানেল’ নির্মাণে চীনের আগ্রহ

বাংলাদেশের যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে চীনের একটি সরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 04:15 PM
Updated : 5 July 2015, 12:00 PM

হংকং সফররত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শুক্রবার সকালে দেখা করে চীনের জিজিয়াং কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট গ্রুপ কোম্পানির প্রতিনিধিদল জি-টু-জি ভিত্তিতে টানেল নির্মাণে তাদের আগ্রহের কথা জানায়।

সেতু বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোম্পানিটিকে বাংলাদেশের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী।

জিজিয়াং কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট গ্রুপ কোম্পানির মহাব্যবস্থাপক সেন ডি ফা’র নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রুহুল আমিন সিদ্দিক, হংকংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এম সারওয়ার মাহমুদসহ চীন সফররত প্রতিনিধিদলের সদস্যরা সেসময় উপস্থিত ছিলেন।