ডিএসইতে দরপতন, উর্ধ্বমুখী সিএসই

সপ্তাহের শেষ দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 09:23 AM
Updated : 2 July 2015, 09:23 AM

তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুটোই বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৩ পয়েন্ট হয়।

লেনদেন আগের দিনের চেয়ে ৮৫ কোটি ৮৩ লাখ টাকা কমে ৫০৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।

টাকার পরিমাণে লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হল- অলিম্পিক এক্সেসরিজ, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, এপোলো ইস্পাত ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন ।

এদিন সিএসইর প্রধান সূচক সিএসপিআই ৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১০২ পয়েন্টে উঠে।

হাতবদল হয় প্রায় ৫২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে প্রায় ১২ কোটি টাকা বেশি।

এ বাজারে লেনদেন থাকা ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৯৯টির এবং ৩২টির দাম অপরিবর্তিত।