শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন পরিশোধে ‘শিওরক্যাশ’

শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত বেতন ও বেশকিছু বিল পরিশোধসহ আরও কিছু নাগরিক সেবা দিচ্ছে মোবাইল ব্যাংকিং শিওরক্যাশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 10:21 AM
Updated : 1 July 2015, 10:49 AM

এছাড়া গ্রাহকদের সুবিধার্থে একযোগে পাঁচটি ব্যাংকের সঙ্গে লেনদেন করার সুযোগও রয়েছে শিওরক্যাশের।

প্রতিষ্ঠানটির সিইও শাহাদাত খান বলেন, শিওরক্যাশ বাংলাদেশে একমাত্র মাল্টি-ব্যাংক মোবাইল ব্যাংকিং, যেখানে শীর্ষস্থানীয় পাঁচটি ব্যাংকের সঙ্গে লেনদেন করা যায়। বাজারের অন্যান্য মোবাইল ব্যাংকগুলোর এই সুবিধা নেই।

শিওরক্যাশের শিক্ষা সেবার কথা তুলে ধরে তিনি বলেন, “শিওরক্যাশের একটি বড় দিক হল এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন পরিশোধ করা যায় এডুকেশন পেমেন্ট সেবার মাধ্যমে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয় উপায়ে বেতন ও ফি আদায় করতে পারে কোনো বাড়তি খরচ ছাড়াই।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা শিওরক্যাশের সঙ্গে লেদদেন করতে পারছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের বিল ছাড়াও শিওরক্যাশের মাধ্যমে পৌরসভা সিটি করপোরেশন ও ওয়াসার বিল পরিশোধের সুযোগ রয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানান হয়।

বর্তমানে দেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান শিওরক্যাশ ব্যবহার করছে। অচিরেই এই সংখ্যাটি এক হাজার ছাড়াবে বলে জানান সিইও শাহাদাত।