বেসিসের অনুরোধে ই-কমার্সের মূসক প্রত্যাহার

ই-কমার্স সেবার উপর আরোপিত ৪ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 10:00 AM
Updated : 30 June 2015, 10:00 AM

২০১৫-১৬ বছরের প্রস্তাবিত বাজেটে ই-কমার্স লেনদেনের উপর এ মূসক আরোপ করা হয়।

সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তা প্রত্যাহার করে নেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্র্ভিসেস (বেসিস) এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেসিসের অনুরোধে ই-কমার্সের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করেছে সরকার।”

এতে বেসিস সভাপতি শামীম আহসানের নেতৃত্বে বেসিস নির্বাহী কমিটি ই-কমার্সের উপর থেকে মূসক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার বৈঠক করে।

বেসিসের অনুরোধে সাড়া দিয়ে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অর্থমন্ত্রীর কাছে জোর সুপারিশ করেন।