রাইট শেয়ার ইস্যুতে প্রিমিয়াম কমিয়েছে সামিট অ্যালায়েন্স

রাইট শেয়ার ইস্যুতে দশ টাকা প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 09:37 AM
Updated : 30 June 2015, 09:37 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, আগে ১৫ টাকা প্রিমিয়ামে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিলেও এখন তা পাঁচ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ।

এর প্রতিটি রাইট শেয়ারের ইস্যুমূল্য হবে ১৫ টাকা। বিদ্যমান পাঁচটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করা হবে।

রাইট শেয়ার ইস্যুতে বিনিয়োগকারীদের সম্মতি নেওয়ার জন্য আগামী ৩০ জুলাই সকাল ১১টায় রাজধানীর ফার্মগেইটে কৃষি ইনস্টিটিউট কমপ্লেক্স ভবনে ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ জুলাই।

গত ৮ ফেব্রুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ১৫ টাকা প্রিমিয়ামে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।