ছাড়পত্র পেল ইউসিবিএলের ‘সাব-অর্ডিনেট বন্ড’

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ৫০০ কোটি টাকার দ্বিতীয় ‘সাব-অর্ডিনেট বন্ড’ নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 03:45 AM
Updated : 30 June 2015, 03:45 AM
সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় ওই বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা।

ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও উচ্চ সম্পদধারী ব্যক্তিরা প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবেন।

বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যাসেল থ্রি-এর শর্ত পূরণ ও টায়ার-২ মূলধন বৃদ্ধির কাজে ব্যবহার করবে ব্যাংকটি।

বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে আইডিএলসি ফাইন্যান্স; ট্রাস্টি হিসেবে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

জামানতবিহীন এই বন্ড রূপান্তরযোগ্য বা তালিকাভুক্তির যোগ্য নয়।