হেপাটাইটিস সি’র ওষুধ ছাড়লো বেক্সিমকো ফার্মা

হেপাটাইটিস সি ভাইরাসের ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 02:22 PM
Updated : 29 June 2015, 02:23 PM

সোফোভির-সি ব্র্যান্ড নামে ওষুধটি বাজারে ছাড়া হয়েছে বলে সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওষুধটির জেনেরিক নাম সোফোসবুভির।

প্রতিষ্ঠানটির দাবি, সোফোভির-সি এখন পর্যন্ত হেপাটাইটিস সি রোগের সবচেয়ে কার্যকর চিকিৎসা এবং এর সাফল্যের হার শতকরা ৯০ ভাগেরও বেশি।

নতুন এই ওষুধ সম্পর্কে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, “বেক্সিমকো ফার্মা সবসময়ই রোগীদের জন্য সুলভ মূল্যে নতুন নতুন থেরাপি আনতে বদ্ধপরিকর। আমরা অত্যন্ত গর্ব এবং আনন্দের সাথে জানাচ্ছি পৃথিবীর সর্বনিম্ন দামে হেপাটাইটিস সি রোগের এই ওষুধ বাজারে ছাড়ছি।”

বাংলাদেশে প্রতিটি ট্যাবলেটের দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। ১২ সপ্তাহের এই কোর্স পূর্ণ করতে ব্যয় হবে ৫০ হাজার ৪০০ টাকা।

হেপাটাইটিস সি রোগের চিকিৎসার অভাবে লিভার সিরোসিস, লিভার ফেইলিওর, লিভার ক্যান্সারে আক্রান্ত হবার শঙ্কা থাকে।