৩ কোটি ডলার ঋণ নিচ্ছে সামিট অ্যালায়েন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট দেশি ও বিদেশি উৎস থেকে ৩ কোটি ৫ লাখ ১০ হাজার ডলার ঋণ নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 02:02 PM
Updated : 28 June 2015, 02:22 PM
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়েছে, কোম্পানিটি রিভার টার্মিনাল প্রজেক্ট বাস্তবায়নে এ ঋণ নিচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, নেদারল্যান্ডের ঋণদান সংস্থা এফএমও এবং দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির (ইডকল) সঙ্গে ঋণচুক্তি এর মধ্যেই কার্যকর হয়েছে।

বিদেশি ঋণের সুদের হার হবে লাইবরের (লন্ডন ইন্টারব্যাংক অফার রেট) সঙ্গে আরো ৪ দশমিক ২৫ শতাংশ। বাংলাদেশি মুদ্রা হিসাবে এর পরিমাণ হবে ২৩৭ কোটি ৩৬ লাখ টাকা।