পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 10:05 AM
Updated : 28 June 2015, 10:05 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০২ পয়েন্ট হয়।

লেনদেন আগের দিনের চেয়ে ১৫ কোটি ৪২ লাখ টাকা বেড়ে ৩৬২ কোটি ৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

টাকার পরিমাণে লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানি হল- বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, অলিম্পিক এক্সেসোরিজ, সাইফ পাওয়ার, বেক্সিমকো লি., এএফসি এগ্রো, গ্রামীণ ফোন, ইফাদ অটোস ও কেপিসিএল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ১০১ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৮১১ পয়েন্ট।

সিএসইতে এদিন প্রায় ৪৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনে চেয়ে প্রায় ১২ কোটি টাকা বেশি।

এ বাজারে লেনদেন থাকা ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৮২টির এবং ৪২টির দাম অপরিবর্তিত।